
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল
০৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ লাইন্স মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় পুলিশ সুপার কে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তারপর পুলিশ সুপার এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অতঃপর পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে নানান স্মৃতিচারণ করেন ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন সহ পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।