প্রেমিকের সাথে ঘরছাড়া এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস কে খুজছে পরিবার

দ্বারা zime
০ মন্তব্য 407 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস (১৬) প্রেমিকের সাথে ঘর ছেড়ে আত্নগোপনে রয়েছে।সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাস বলেন, আমার মেয়ে মন্দিরা দাস ৩৬ দিন নিখোঁজ হয়েছে। সে এসএসসি পরীক্ষার্থী। এ’ঘটনায় আমিসহ পরিবারের সকলে উদ্বেগ ও চরম হতাশায় দিন কাটাচ্ছি । অপহরণ মামলা করলেও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজ মন্দিরা দাসের পিতা অভিযোগ করে আরও বলেন, গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক দীপ্ত অপু। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।
মন্দিরা দাসের মা বিশাখা রানী দাস বলেন, প্রশাসনের অনেক জায়গায় গেছি। কিন্তু মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে বেঁচে আছে কিনা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, গত ৫ জুলাই আদালতের নির্দেশে সাতক্ষীরা থানায় ৫ জনকে আসামি করে মামলা রুজু হয়। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
পার্শ্ববর্তী যুবক দীপ্ত অপু’র সাথে প্রেমের সম্পর্কের জের ধরে এই নিয়ে ৩য় বার ঘর ছেড়েছে মন্দিরা দাস। এর আগে দুবার পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আমরা ভিকটিম কে উদ্ধারে সর্বাত্মক ভাবে কাজ করছি। আশা করছি, দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

মন্দিরার পরিবার আইনপ্রয়োগকারী সংস্থার গুলোর হস্তক্ষেপ কামনা করেছে। তারা চান, তাদের মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসুক। শেষ হোক এই অনিশ্চয়তা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন