খুলনায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 366 দর্শন

 

বাংলাদেশ পুলিশের উদ্যোগে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ আগষ্ট খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট)  মোহাম্মদ বেলায়েত হোসেন।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানায়।অনুষ্ঠানে খুলনা রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ ও তাদের ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন