সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 274 দর্শন

 

সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫–নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং সাতক্ষীরা জেলা পুলিশ মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা বনাম ভোলা জেলা‌ দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা ফুটবলের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহকে স্পষ্ট করে তোলে এবং সাতক্ষীরা জেলা দল ৪-১ গোলে জয়লাভ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারী খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন প্রমুখ, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন