
সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ০৭ (সাত) বোতল ভারতীয় মদ সহ ০২ যুবক কে আটক করেছে।আটককৃতদের নাম মোঃ খায়রুল ইসলাম (২২) ও মোঃ রাকিব হোসেন (১৯)।তাদের উভয়ের বাড়ি ভোমরা গাজী পাড়া।
ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে ডিবির ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই যুবক কে ভারতীয় ০৭ বোতল মদ সহ আটক করে ডিবি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজাম উদ্দিন মোল্ল্যাজানান,আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে।ওসি ডিবি আরো জানান আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
