সাতক্ষীরা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২৫ বোতল কোরেক্স ও ৫০০ গ্রাম গাঁজা সহ আটক- ০২

দ্বারা zime
০ মন্তব্য 304 দর্শন

 

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল কোরেক্স সিরাপ ও ৫০০ গ্রাম কাজাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতদের নাম মোঃ মোখলেছুর রহমান (৩৫) ও মোঃ জুলফিকার (৪৫)।

ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এঁর দিকনির্দেশনায় ডিবির ওসি  মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বকচরা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মোখলেছুর রহমান কে আটক করে। একই দিন পৃথক আরেকটি অভিযানে বৈকারী খলিলনগর থেকে ২০ বোতল কোরেক্স সিরাপ সহ মোঃ জুলফিকার (৪৫) কে আটক করে ডিবি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি নিজামুদ্দিন মোল্লা জানান আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।ওসি ডিবি আরো জানান,আটককৃতের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর পূর্বক বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন