সাতক্ষীরায় দুই অনলাইন জুয়াড়ি আটক : জব্দ ১৬টি মোবাইল ও ৩টি ল্যাবটপ

দ্বারা zime
০ মন্তব্য 305 দর্শন

 

সাতক্ষীরা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত ০২ (দুই) জন আসামীকে  গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম:
১। মোঃ মুরশিদ আলম লিপু (২৯), পিতা-মোঃ জিনারুল ইসলাম, মাতা- রাজিয়া সুলতানা, সাং-শিবপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর।
২। মুছাঈদ আলম (৩০), পিতা-মাছুদুল আলম, মাতা-লুবা ইয়াছমিন, সাং-বামনপাড়া (খন্দকার পাড়া), থানা ও জেলা-মেহেরপুর।

গতকাল ১০ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ টিম।

শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁর কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তাহারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাহাদের দখল হইতে অনলাইন জুয়ায় ব্যবহৃত নিম্নবর্ণিত ডিভাইস জব্দ করেন।উদ্ধারকৃত আলামতের ভিতরে ১৬ টি মোবাইল ও ৩ টি ল্যাপটপ।

পুলিশ সুপার আরো জানান,ধৃত আসামী মোঃ মুরশিদ আলম (২)লিপু (২৯) এর নামে নিম্নোক্ত মামলা বিচারাধীন রয়েছে-১। (IPSLT) ডিএমপি এর পল্টন খানার, এফআইআর নং-৩৭/৫৭৩, তারিখ- ১৪ নভেম্বর, ২০২১: জি আর নং-৫৭৩/২১, ভারিখ- ১৪ নভেম্বর, ২০২১: সময়- ০০,১০ ধারা- ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮, এজাহারে অভিযুক্ত।উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন