স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে সাতক্ষীরার পুলিশ সুপারের মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 65 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “স্বর্ণ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এই খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা কাজ করছে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ীদের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়লে যেকোনো অপরাধ প্রতিরোধ সম্ভব। নিরাপত্তা জোরদারে প্রতিটি দোকানে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন, কর্মচারীদের যাচাই-বাছাই, চোরাই স্বর্ণ শনাক্তকরণ ও সন্দেহজনক লেনদেন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, ডিআইও-১ (ডিএসবি) মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি নিজাম উদ্দিন মোল্লা, সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক সহ জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন