খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ

দ্বারা zime
০ মন্তব্য 83 দর্শন

 

খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

মো. মোখতার আহমেদ সবশেষ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুলনা বিভাগীয় কমিশনারের দায়িত্বের পাশাপাশি পদাধিকার বলে তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 এর আগে গত ৯ অক্টোবর  খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। এরপর থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন