
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত দেশের বৃহত্তম চিনিকল কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর উদ্যোগে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৪ টায় কেরুজ কেইন কোরিয়ান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, চলতি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার টন। এ লক্ষ্যমাত্রা অর্জনে বড় পরিসরে বিনিয়োগ প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরসমূহ বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যাপ্ত বিনিয়োগ প্রাপ্তির মাধ্যমে সকল মিল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে চিনি শিল্প পুনরায় লাভজনক অবস্থানে ফিরে আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক,চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড মোঃ রাব্বিক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয় ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে), বিএসএফআইসি রশিদুল হাসান।
দোয়া মাহফিল শেষে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, আখচাষি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
