রাঙ্গামাটি র লংগদু থানা পরিদর্শন করলেন এসপি আব্দুর রকিব

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

রাঙ্গামাটি র লংগদু থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি র পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।আজ ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার  পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম রাঙ্গামাটি জেলাধীন লংগদু থানা পরিদর্শন করেন।পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। পরবর্তীতে লংগদু থানার একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।এছাড়াও অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লংগদু উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  নাজমা আশরাফী মহোদয়, সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, মাহমুদুল হাসান, লংগদু থানার অফিসার ইনচার্জসহ থানা অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন