জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 25 দর্শন

সাতক্ষীরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।সভায় এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন