শুভ বড়দিন উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করলেন সাতক্ষীরার ডিসি ও এসপি

দ্বারা zime
০ মন্তব্য 25 দর্শন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ”শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন গীর্জা (ক্যাথলিক চার্চ) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ও পুলিশ সুপার মো:আরেফিন জুয়েল বিপিএম।আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে যীশু খ্রীষ্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ”শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাটকেখালী এবং পাটকেলঘাটা থানাধীন সেনেরগাতী গ্রামস্থ খ্রিস্টরাজের গীর্জা (ক্যাথলিক চার্চ) পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ও জেলা পুলিশ  সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

পরিদর্শন কালে এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ঞুপদ পাল,তালা সার্কেল শেখ মোহাম্মদ নূরুল্লাহ, পুরোহিত প্রধান, সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ, গীর্জার পুরোহিত পালক ও ভক্তবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন