তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 22 দর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে শোকাবহ পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির।
সাক্ষাৎ শেষে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, তবে আমরাও একই সম্মান পাব।
খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে তিনি বলেন, ‘তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেয়া হলো ততদিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’
আগামীর রাজনীতি নিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কি না, সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব।’
তিনি আরও বলেন, ‘অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী পাঁচ বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর।’

এর আগে সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযালয়ে যান জামায়াত আমির। সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন