
দেবহাটার সখিপুরে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে দেবহাটা থানাধীন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অনলাইন জুয়া, মাদকদ্রব্যের অপব্যবহার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এসময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং অপরাধমুক্ত, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
