ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১০৩ তম স্থান অর্জন করলেন সাংবাদিক পুত্র দিহান

দ্বারা zime
০ মন্তব্য 29 দর্শন

অদম্য মনোবল, নিষ্ঠা আর স্বপ্নের প্রতি গভীর বিশ্বাস থাকলে যে সব সীমাবদ্ধতাকেই জয় করা যায় তারই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে শামস ফারদিন দিহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১০৩তম স্থান অর্জন করে দিহান প্রমাণ করেছে প্রতিকূলতাও সাফল্যের পথে বাধা হতে পারে না।
একটি মফস্বল শহর থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই কৃতিত্ব অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম আর নীরব সাধনা। দিহানের বাবা সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান দূর্ভাগ্যবশত অফিসের ছাদ থেকে পড়ে যেয়ে গুরুতর অসুস্থ। বাবার এই অসুস্থতার কারণে ঢাকায় গিয়ে ভর্তি কোচিং করার সুযোগ না পেলেও দিহান নিজের অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে শক্ত করে ধরে রেখেছে।

পরিবার সূত্রে জানা যায়, কঠিন এই সময়ে দিহানের মা সেলিনা সুলতানা সাতক্ষীরার ছফুরননেছা কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসার ও সন্তানের পড়াশোনার সব দায়িত্ব একাই বহন করেছেন। মায়ের ত্যাগ, সময় ও নিরব প্রেরণাই ছিল দিহানের পথচলার অন্যতম শক্তি।
দিহানের জীবনে অনুপ্রেরণার আরেকটি বড় উৎস তার নানা—সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শহীদউল্লাহ। নানার সঙ্গে নিয়মিত ইংরেজি পত্রিকা পাঠ, হাঁটাহাঁটি এবং জীবনবোধ নিয়ে আলোচনা দিহানের চিন্তাশক্তি ও মননে গভীর প্রভাব ফেলেছে। নানার অনেক স্বপ্ন ও আদরের মানুষ এই শামস ফারদিন দিহান।
এই অসাধারণ সাফল্যে দিহানের পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ী মহল গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন, এই অর্জন কেবল একটি পরীক্ষার ফল নয়—এটি অধ্যবসায়, ধৈর্য এবং পারিবারিক মূল্যবোধের প্রতিফলন।
সবার দোয়ায় সামনে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে শামস ফারদিন দিহান—এমন প্রত্যাশাই এখন সবার।
উল্লেখ্য, দিহান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, যা তাঁর অসাধারণ কৃতিত্বের পরিচয় বহন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন