গাজীপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ঢাকা রোঞ্জের ডিআইজি হাবিব

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 429 দর্শন

 

গাজীপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে গজীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার  এস. এম শফিউল্লাহ্ বিপিএম। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি সকল পুলিশ সদস্যদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং পুলিশ সুপার  কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি গাজীপুর জেলা পুলিশের সকল বিট অফিসারের মাঝে আধুনিক মোবাইল ফোন বিতরন শেষে পুলিশ লাইন্স পুকুরঘাট “জলতরঙ্গ” উদ্বোধনপূর্বক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সুপার(ক্রাইম & অপস্); ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সাকিব আল হাসান;  সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল;  ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল;  আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন