ভারত সফরের তৃতীয় দিনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

দ্বারা zime
০ মন্তব্য 1259 দর্শন

 

ভারত সফরের তৃতীয় দিনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে শনিবার সকাল ১১টার দিকে দুই নেতার এ শীর্ষ বৈঠক শুরু হয়।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, তিস্তা পানি বণ্টন চুক্তিসহ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে প্রত্যাশা দুই দেশের কূটনীতিকদের।

বৈঠক শুরুর আগে শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে প্রধান ফটকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। সেখানে প্রথমে একান্ত বৈঠকে বসেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। পরে, তাদের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

শেখ হাসিনার ভারত সফরে ১২টি সমঝোতা স্মারক ও চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সফরকালীন আবাসস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শংকর।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন