ভালোলাগার একটি বিশেষ মুহূর্ত : ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 1072 দর্শন

 

তারিক ইসলাম :   নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আজ সকালে এসএ গেমস এর বাংলাদেশ বনাম নেপাল খেলা চলছিল –ভিআইপি গ্যালারিতে বসে দেখছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান  বিপিএম (বার) পিপিএম (বার) ।

এ সময় তাঁর সাথে ছিলেন Bangladesh Contingent এর Deputy Chef De Mission পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।এসময় নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট দল ৪৪ রানের বিরাট ব্যবধানে নেপাল ক্রিকেট দলের বিরুদ্ধে জয়লাভ করে। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিসিয়াল পার্টনার জনাব নেওয়াজ সোহাগ ইশারায় নীচে যাওয়ার অনুরোধ জানালেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান কে।

এসময় ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিব চিন্তা করলেন খেলা শেষ তাই বিদায় নেবার পালা।পরে তিনি নীচে যেতেই তাঁকে(ডিআইজি হাবিব) কে প্রেজেন্টেশন পোডিয়ামের কাছে নিয়ে গেলেন।

কিছুক্ষণ পরে ডিআইজি হাবিব ঘোষনা শুনতে পেলেন —বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফি তুলে দেবেন আজকের বিশেষ অতিথি এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

এবিষয়ে ঢাকা রেঞ্জর ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তাঁর ফেইজবুকে ভালোলাগার বিশেষ মুহূর্ত জানিয়ে স্টাটাস দিয়েছেন। তিনি তাঁর স্টাটাসে লিখেছেন দুটি বিষয়ে তাঁর ভালোলেগেছে।

প্রথমত: বাংলাদেশ দল জয়লাভ করেছে।
দ্বিতীয়ত: বিদেশের মাটিতে নিজ হাতে বাংলাদেশ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেয়া,,,,, এটা ভালোলাগার একটি বিশেষ মুহূর্ত।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন