ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ : ঢাকা রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে অভিনন্দন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 797 দর্শন

 

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলের এ জয়লাভে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে অভিনন্দন ও ফাইনাল জয়ের প্রত্যয়ে শুভকামনা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আরও একবার গোল উৎসব করলো বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী সোমবার বিকেলে কাঠমান্ডুতে মাঠে গড়াবে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


বাংলাদেশ নারী ফুটবল দলের এ জয়লাভে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে অভিনন্দন ও ফাইনাল জয়ের প্রত্যয়ে শুভকামনা জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন