মুভমেন্ট পাস” অ্যাপ চালু করার ৩২ ঘণ্টার মধ্যে প্রায় পৌনে ৮ কোটি নক

দ্বারা zime
০ মন্তব্য 336 দর্শন

 

“মুভমেন্ট পাস” অ্যাপ চালু করার ৩২ ঘণ্টার মধ্যে প্রায় পৌনে ৮ কোটি নক।

লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপটি চালু করার পর হতে প্রথম ৩২ ঘণ্টায় পৌনে ৮ কোটির বেশি মানুষ নক/হিট করেছে।

ওয়েবসাইটের প্রাপ্ত ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, গতকাল ১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১১ টার সময় এটি উদ্বোধন করা হয়। আজ ১৪ এপ্রিল ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ওয়েবসাইটে মোট ৭ কোটি ৮০ লক্ষ ৩৬ হাজার ৯৯৪ টি নক/ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ৪০ হাজার ৬৪৪ টি হিট/নক হচ্ছে।

গত ৩২ ঘন্টায় ৩ লাখ ৯ হাজার ৪৭৮ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ২ লাখ ৪৪ হাজার ৫১৪ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবমমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

ঘরে থাকুন
মাস্ক পরুন
স্বাস্থ্যবিধি মেনে চলুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন