লালমনিরহাটে এসপি তরিকুলের নির্দেশে বিশেষ অভিযান : ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক -০১

দ্বারা zime
০ মন্তব্য 75 দর্শন

 

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে ১০০(একশত) বোতল ফেনসিডিল ও একটি পাওয়ারটিলার সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম ।মোঃ মিজানুর রহমান।

লালমনিরহাট জেলা ডিবি পুলিশ জানায়,পুলিশ সুপার, লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম এঁর  দিকনির্দেশনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি মো: আমিরুল ইসলামের  নেতৃত্বে এস আই নিজাম উদ দৌলা, সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন কমলাবাড়ী উনিয়নের কদমতলা বাজার হইতে ৩০০গজ পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে  একটি পাওয়ারটিলারের ডালার স্টিলের পাতের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল তল্লাশি করে উদ্ধার করা হয়। এসময় পাওয়ারটিলার গাড়ি টি জব্দ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলার ওসি ডিবি মো: আমিরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান,আটককৃতের নামে বাদী হয়ে ডিবি পুলিশ আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন। ওসি ডিবি আরো জানান,আটককৃত অসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন