স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির আনন্দ র‌্যালি

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 187 দর্শন

 

আজ বাঙালির স্বপ্ন পূরণের দিন, আনন্দ-উচ্ছ্বাসের দিন। মাননীয় প্রধান মন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ-উৎসবে অংশ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করে।

আজ শনিবার (২৫ জুন ২০২২) সকালে ডিএমপির সুসজ্জিত ব্যান্ড দলের সুমধুর ছন্দে এই আনন্দ র‌্যালি ক্যাপ্টেন মনসুর আলী সরণীর ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য এ পদযাত্রা শেষে রাজারবাগ অডিটরিয়ামে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশের সদস্য , সাংবাদিক ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম (বার) বলেন, আজকের দিনটি ১৮ কোটি বাঙালির জীবনে স্মরণকালের আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে। পুরো জাতির আনন্দের সাথে আমরাও এ আয়োজনের মাধ্যমে অংশীদার হয়েছি। এ অর্জনের কারণে বাংলাদেশ বহুদুর এগিয়ে যাবে।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার), বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে রাজারবাগের এই পবিত্র ভূমি থেকে  সশস্ত্র যুদ্ধের প্রথম প্রতিরোধ বুলেট ছুঁড়েছিলো বাংলাদেশ পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে  সে পবিত্র ভূমি থেকে আমরা আজ আরেক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল স্বপ্ন জয়ের স্বাক্ষী হলাম।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নামে স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ করা না হলেও তাঁর দৃঢ় প্রত্যয় নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।

সুসজ্জিত ডিএমপির অশ্বারোহী দল ও মোটরকেডের সমন্বয়ে ডিএমপির ৫০টি থানার কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বর্ণাঢ্য এ আনন্দ র‌্যালিতে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ,  উপ-পুলিশ কমিশনার ও সদস্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী,

মতিঝিল বিভাগের ডিসি আ: আহাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  গণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যগণের উপস্থিতিতে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন