মাহফিজুল ইসলাম আককাজ : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরার কর্মহীন মটর শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘অবহেলা ও অসতর্কতার কারনে দিনদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রাণঘাতী করোনায় বাবা মারা গেলে সন্তান বাবার লাশের পাশে যাচ্ছেনা। কারণ এই মরণঘাতী করোনা ভাইরাস ছোয়াছে রোগ। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। আপনারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা স্বাস্থ বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ ঘরে অবস্থান করুন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর ছাড়াও বাঁকাল, তুজুলপুর ও পাথরঘাটা ফুটবল মাঠে কর্মহীন ৩শ’৫০ জন মটর শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।