মহামারী করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক মোস্তফা কামাল

দ্বারা zime
০ মন্তব্য 149 দর্শন

 

কলারোয়ায় মহামারী করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সোমবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা প্রাদুর্ভাবে ত্রাণ, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা অন্য জেলা থেকে এসেছে তারা আগামী ১৪ দিন কেউ যেনো ঘর থেকে বের না হয়, এজন্য জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্ব নিতে হবে। যারা ত্রাণ পাওয়ার যোগ্য তারা যেনো কেউ বাদ না যায়, সেটি দেখতে হবে। কলারোয়া উপজেলায় ৯৯ মেট্রিক টন চাল,  ৪ লাখ ৩০ হাজার টাকা এবং ৪০ হাজার টাকার শিশু খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। সাথে উপজেলা প্রশাসনের ১০ লাখ টাকা মানুষের সেবায় খরচ করা যাবে বলে তিনি জানান। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সমন্বয় করে সঠিক তালিকার মাধ্যমে দল-মত নির্বিশেষে নিম্নআয়ের সকল শ্রেণি ও পেশার মানুষকে ওয়ার্ড ভিত্তিক ভাগ করে সহায়তা প্রদান করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ধানের ক্ষেতে বোরো ধান কাটা উদ্বোধন করেন।  ধানের বাম্পার ফলনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের ধান কাটা শেষ করার জন্য জনপ্রতিনিধিদের বিশেষ ভূমিকা নেওয়ার তাগিদ দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন