আইজিপি র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার ও সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো:মারুফ হোসেন !রবিবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সে আইজিপি’র কার্যালয়ে গিয়ে প্রিয় অবিভাবক বাংলাদেশ পুলিশের ইনইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার কে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো:মারুফ হোসেন !
সন্ধায় সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো: মারুফ হেসেন তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডিতে আইজিপিকে কৃতজ্ঞতা পেরে এক আবেগঘন স্টাটাস দিয়েছেন !স্টাটাসটি হুবাহু তুলে ধরা হলো…
বহিঃবাংলাদেশ ছুটিতে যাওয়ার প্রাক্কালে সময়ের স্বল্পতার মাঝেও আমাদের অভিভাবক আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) শ্রদ্ধেয় স্যারের প্রতি কৃতজ্ঞতা জানানোর বাসনা সংবরন করতে পারলাম না॥