আগামীকাল সোমবার (০৯ মার্চ) ঝিনাইদহের কোটচাঁদপুরে আসছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপারের কার্যালয়।
ঢাকা হতে সকাল ১০ টায় হেলিকাপ্টারযোগে পুলিশ মহাপরিদর্শক রওনা হবেন। এরপর তিনি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) ও ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)’র আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি শেষ করেছে জেলা পুলিশ সুপার ও কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)’র সফরকে ঘিরে কোটচাঁদপুর শহরে নেওয়া নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।