আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বলেছেন, ‘রমজান মাসকে সামনে রেখে অন্যান্য বছরের তুলনায় এবার দ্বিগুণ পণ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে, যাতে রোজার মাসে দাম না বাড়ে। বিশেষ করে তেল, পেঁয়াজ, ছোলা, খেজুর, ডাল এবং চিনিসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে। এলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছি যাতে রমজান মাসে কোনো অবস্থাতে রোজাদারদের কষ্ট না হয়।’

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবছরকে লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ ঘোষণা করা হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যেই সরকারের প্রত্যাশা লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি আইটেমের উৎপাদন দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

মন্ত্রী বলেন, ‘লাইট ইঞ্জিনিয়ারিং জাতীয় পণ্যে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। ভবিষ্যতে আরও উন্নয়নের সুযোগ রয়েছে। সেজন্য শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে গাজীপুরে একটি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে।’

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর শাখার উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মনির হোসেন নিজামী।

এসময় আরও বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি মো. শাহাবউদ্দিন সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষীণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, ওয়াদুদ খান রিপন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩৫টি স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি আরও বিকশিত হবে এবং দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আয়োজকরা আশা করছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন