আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০১৯  উদযাপন উপলক্ষ্যে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।

উক্ত সভায় বরিশাল রেঞ্জের পুলিশ সুপারগণ, র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআইসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ এবং রেঞ্জের ৬ টি জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় রেঞ্জ ডিআইজি শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন