বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি) খুলনার পক্ষ থেকে পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২০২০।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে খুলনা শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পিটিসি খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি মোঃ আব্দুল কুদ্দুছ আমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান খান ডেপুটি কমান্ড্যান্ট (অতিঃ ডিআইজি), পিটিসি খুলনা সহ পুলিশ সুপার সর্বজনাব শুক্লা সাহা, পুলিশ সুপার ইমামুর রশিদ, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা পিপিএম, অতিঃ পুলিশ সুপার মোঃ হায়দার আলী মোল্লা, সহ সঙ্গীয় অফিসার্স ও ফোর্স বৃন্দ।