বাংলাদেশ পুলিশ টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) চ্যাম্পিয়ন

দ্বারা zime
০ মন্তব্য 173 দর্শন

 

 

বাংলাদেশ পুলিশ টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার সন্ধ্যা সাতটায় রমনার পুলিশ কনভেনশন হলের টেনিস চত্ত্বরে বাংলাদেশ পুলিশ টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সারা বাংলাদেশে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের মধ্যে চারটি ইভেন্টে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়। এই খেলার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। খেলায় এসবি কে ৬-৩ ও ৬-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডিএমপি।

ডিএমপি’র পক্ষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শরিফুল আলম।

অপরদিকে এসবির পক্ষে অংশ গ্রহণ করেন সিটি এসবির অতিরিক্ত ডিআইজি মোঃ সারোয়ার ও এসএস মোঃ নজরুল ইসলাম।

চূড়ান্ত প্রতিযোগিতার চরম প্রতিদ্বন্দিতামূলক খেলা উপভোগ করেন প্রধান অতিথি ও  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবা জাবেদ, সভাপতি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।এসময় উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  অতিরিক্ত আইজিপি ড.মঈনুর রহমান চৌধুরী।এসময় পুলিশের বিভিন্ন পদমর্যদার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন