এমপি রবির পক্ষে ধুলিহর ইউনিয়নে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।।

দ্বারা zime
০ মন্তব্য 333 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় আকষ্মিক প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় প্রাপ্ত এ ত্রাণ সামগ্রী ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে সদরের ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা, পশ্চিম সুকদেবপুর, দৌলতপুর, বয়ারবাতান, আছানডাঙ্গা, বাকডাঙ্গা, তেতুলতলা ও সুপারিঘাটা গ্রামসহ কয়েকটি গ্রামে আকষ্মিক প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর তান্ডবে ক্ষতিগ্রস্থ ৭৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৫ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন তেল, চিড়া, মুড়ি, টোস্ট, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেট ১টি পরিবারের জন্য ৭দিন চলবে। এছাড়াও বসতবাড়ি মেরামত করতে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হবে। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ধুলিহর ইউনিয়নে আকষ্মিক প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বৈঠক করে এ ত্রাণ বরাদ্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী মারুফ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ভৈরব, ইউপি সদস্য আনিছুজ্জামান আনিছ, বিপ্লব কুমার, তপন কুমারসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন