ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সোমবার সকালে ঐতিহাসিক “৭ মার্চ ২০২২” উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা প্রঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা রেজ্ঞ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার। শ্রদ্ধাজ্ঞাপন কালে খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন এন্ড অর্থ) একেএম নাহিদুল ইসলাম রাহাত,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) মো: নজরুল ইসলাম সহ খুলনা রেঞ্জ অফিসের উদ্ধর্ত্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে রেঞ্জ ডিআইজি জাতির পিতার প্রতিকৃতিতে সালামী প্রদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।পরে  রেঞ্জ ডিআইজি ৭ই মার্চের গুরুত্বপূর্ণ  তাৎপর্য তুলে ধরে সাংবাদিক সাথে সংক্ষিপ্ত আকারে ব্রিফ করেন।

প্রাসংঙ্গত : ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন