ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের শ্রদ্ধা

দ্বারা zime
০ মন্তব্য 163 দর্শন

 

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ০৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে সকাল ০৮.৩০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩’ উদযাপন করেছে।

ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম সকাল ৮টা ৩০ মিনিটে শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি তে  পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জ্ঞাপন কালে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সিভিল সার্জন সবিজুর রহমান,ডিডিএনএসআই আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, ট্রাফিক পরিদর্শক ফারুক হোসেন, ট্রাফিক পরিদর্শক মাসুদুর রহমান, বিশেষ শাখার ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি বাবলুর রহমান, সদর থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম , ইন্সপেক্টর অপারেশন তারিক বিন ইবনে আজিজ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন