ওমরা পালনের উদ্যেশ্যে দেশ ছেড়েছেন সাতক্ষীরা চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু

দ্বারা zime
০ মন্তব্য 467 দর্শন

 

ওমরা পালনের উদ্যেশ্যে দেশ ছেড়েছেন সাতক্ষীরা চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফরুক খান মিঠু ও তার এক মাত্র পুত্র সাফিন আরমান খান। আজ  ১১ এপ্রিল সকাল ৯ টায় তিনি ঢাকা আন্তজাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্যেশ্যে রওনা দেন। এ সময় তার এক মাত্র পুত্র সাফিন আরমান খান পিতার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি র একমাত্র পুত্র সাফিন আরমান খান জানান,আমি ও আমার বাবা পবিত্র ওমরা পালনের উদ্যেশ্যে রওনা দিয়েছি।ওমরা পালন শেষে আগামী ২৭ তম রমজানে আমরা দেশে ফিরবো।চেম্বার সভাপতি নাসিম ফারুক মিঠু ও তার পুত্র সাফিন আরমান খান ওমরা পালন শেষে যেনো সুস্থ্য ভাবে দেশে ফিরতে পারেন সেজন্য তারা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

– প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন