ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 416 দর্শন

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য, জেলা ইনচার্জ কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। সভায় অবিভক্ত ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মোজাফফর আহমেদ কাকাবাবুর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড শফিউদ্দীন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড হায়দার আনোয়ার খান জুনো, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কমরেড আজিজুর রহমান, চুয়াডাঙ্গা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সিরাজুল ইসলামসহ বহু নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব, ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন,দক্ষিণ পন্থি সাম্প্রদায়িক শক্তি ভিন্ন রাজনৈতিক ব্যানারে উত্থান ঘটেছে। যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। ভিন্ন কোন উপায়ে এদের কে মোকাবেলা ফলপ্রসু হবে না। সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও বিজ্ঞান ভিত্তিক এক মুখি শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন থেকে পিছিয়ে এসেছে। পাঠ্যপুস্তক থেকে অনেক বিষয় বাদ দিয়েছে তাদেরকে খুশি করার জন্য। যার পরিনাম হয়েছে ভয়াবহ। সেকারনে স্বাধীনতার মাসে তারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার মত ঔর্দ্ধত্য দেখিয়েছে। সে কারণে সকল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা ছাড়া বিকল্প কোন পথ নেই। সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী ২ জানুয়ারি শনিবার সকাল ১১টায় স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বেতনা মরিচ্চাপ নদীসহ সকল খাল খননের দাবিতে পদযাত্রাসহ বিনেরপোতা বেদনা অববাহিকায় সমাবেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন