করোনাভাইরাস প্রাদুর্ভাবে সাতক্ষীরা জেলার কৃষির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা জেলার কৃষি বিভাগের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার কোন জমি যেন অব্যবহৃত না থাকে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়ঃ
১।বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এখন থেকে কর্তন শেষ না হওয়া পর্যন্ত কৃষকদেরকে কারিগরি ও প্রযুক্তিগত সুবিধাসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
২। জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি ভ্রাম্যমান বাজার তৈরি করে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্য মূল্যে বাজারজাত করণের ব্যবস্থা করতে হবে।
৩। সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রের যন্ত্রাংশের দোকান নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করতে হবে।
৪। বোরো ধান কর্তনের সময় যেন কৃষি শ্রমিক প্রাপ্তিতে কোন সমস্যা না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন