করোনা আক্রান্ত সুমনের মনোবল বাড়াতে তার বাড়ি গিয়ে সরাসরি কথা বলেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।রবিবার দুপুরে জেলা প্রশাসক পিপিই পরিরাধ করে উত্তর কাটিয়ায় করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর বাড়ি যান।জেলা প্রশাসকের আগমন জানতে পেরে করোনা আক্রান্ত সুমন গেটের সামনে আসে।

গেটের অপর পাস থেকে জেলা প্রশাসক বলেন, সুমন তুমি কেমন আছো?তোমার কি কোন শারীরিক কষ্ট হচ্ছে?উত্তরে করোনা আক্রান্ত সুমন বলেন স্যার আমি ভালো আছি। তেমন কোন শারীরিক সমস্যা নেই। জেলা প্রশাসক এ সময় সুমন কে বলেন আমি তোমার ছেলের জন্য চকলেট এনেছি, তোমার জন্য কিয়েক প্রকার বিস্কুট ও টস্ট এনেছি। এগুলো গেটের উপরে রাখছি। তুমি নিয়ে নিও।

এসময় জেলা প্রশাসক করোনা আক্রান্ত সুমন কে ঘন্টায় ঘন্টায় আদা-লবঙ্গ আর গরম পানি মিশিয়ে ঘন্টায় ঘন্টায় গড়গড়া করার পরামর্শ দেন। জেলা প্রশাসক এসময় করোনা আক্রান্ত সুমন কে তার মোবাইল নাম্বার দিয়ে আসেন আর বলে আসেন যেকোন সুবিধা-অসুবিধায় তুমি আমাকে ফোন করে জানাবে। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,এনডিসি সজল মোল্লা,নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার স্টাফবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন