করোনা কালে শীতার্ত মানুষদের কথা চিন্তা করে শুধু মাত্র জামা-কাপড়ে ৪০% ডিসকাউন্ট দিয়ে শীতের পোষাক বিক্রি করছেন সাতক্ষীরা সেন্টার পয়েন্ট গার্মেন্টস।শহরের প্রাণ কেন্দ্রে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে ১৫ হাত সামনে অবস্থিত সাতক্ষীরা সেন্টার পয়েন্ট গার্মেন্টস। সেখানে গিয়ে প্রতিবেদক দেখতে পায় চায়না জিন্স কাপড়ের প্যান্ট,থ্যাই জিন্স,জ্যাকেট,ফুলহাতা সার্ট সব কিছুতেই ৪০% ডিসকাউন্টে ব্রিক্রি হচ্ছে।করোনা কালে সামাজিক দুরত্ব নিশ্চিত করেই স্বাস্থ্যবিধি মেনে সেখানে ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করছেন।


এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সেন্টার পয়েন্টের স্বত্তাধীকারী ফরহাদ রহমান আপডেট সাতক্ষীরা কে জানান,করোনা কালে সাতক্ষীরা জেলা পুলিশ নিজেদের বেতনের টাকা দিয়ে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি চাল-ডাল-তেল সহ বস্তাভত্তি খাবার পৌছে দিয়েছেন,তুফান কোম্পানীর বাবলা সাহেব তার ভাড়াটিয়া দের দোকানভাড়া ৩ মাসের মাফ করে দিয়েছেন,যার যা ক্ষমতা আছে সে নিজ স্থানে বসে করোনা কালে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই আমি মনে করেছি, আমার অবস্থানে থেকে দোকান মালিক হিসাবে আমি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দাম রেখেই কেনা দামের চাইতে ৪০% কম দামে শীতের পোষাক বিক্রি করবো। এতে করে কম আয়ের মানুষ,মধ্যবিত্ত আয়ের মানুষেরা কম দামে শীতের পোশাক কিনতে পারবে।
সেন্টার পয়েন্ট কতৃপক্ষ জানান পুরো শীতকাল জুড়েই এই সুযোগ সাতক্ষীরা জেলার সকল উপজেলার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন