বরগুনা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ০৯(নয়) জন জলদস্যু গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

দ্বারা zime
০ মন্তব্য 215 দর্শন

 

বরগুনা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ০৯(নয়) জন জলদস্যু গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুুলিশ জানায়, গত ১০/১১/২০২০ খ্রি. দিবাগত রাত অনুঃ ০২.০০ ঘটিকার সময়(১১/১১/২০২০খ্রি.) পাথরঘাটা থানাধীন লালদিয়া চরের পশ্চিম দিকে গভীর সাগরের মধ্যে ১৫/১৬ জন অজ্ঞাতনামা জলদস্যু আঃ হালিম(৫৪)নামক ব্যক্তির মাছ ধরার ট্রলারে থাকা লোকজনদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে জখম করাসহ তাদের ট্রলারে থাকা ৩,৯০,৭০০(তিন লক্ষ নব্বই হাজার সাতশত) টাকা মূল্যের জাল, সোলার প্লেট ও তেল ভর্তি ড্রামসহ অন্যান্য মালামাল লুন্ঠন করে নিয়া যায়।

উক্ত ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং পুলিশ সুপার, বরগুনা মো: মারুফ হোসেনের দিক  নির্দেশনায় অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে জেলা ডিবি ও পুলিশের একাধিক চৌকস টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০৯(নয়) জন জলদস্যু গ্রেফতার ও জলদস্যুদের ব্যবহৃত ফিশিং বোটসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন