সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট ) সাতক্ষীরা কেন্দ্র পাবলিক লাইব্রেরীতে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবদুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নির্বাহী সদস্য তৌহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ,আমিনুল হক, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় নির্বাহী সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শিক্ষা সংস্কৃতি জ্ঞানচর্চার অন্যতম একটি কেন্দ্র পাবলিক লাইব্রেরীকে আরো আধুনিকায়ন করতে হবে। একই সাথে যুগের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তির যুগে পাবলিক লাইব্রেরী কার্যক্রম যাতে আরো গতিশীল করা যায় এ জন্য ই – লাইব্রেরী স্থাপন করতে হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী কে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় এসব বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল।
ক্যাপশন : কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সভাপতি জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবিরের সাথে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।