কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবলীগে কোন স্থান নাই; জেলার স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী মীর মোস্তাক আলী।।

দ্বারা zime
০ মন্তব্য 181 দর্শন

 

 

আলতাফ হোসেন (বাবু):স্বেচ্ছাসেবকলীগ একটি সুশৃঙ্খল দল, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। স্বেচ্ছাসেবকলীগ বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবলীগে কোন স্থান নাই। জামাত-শিবির ও বিএনপির কোন লোকের প্রশ্রয় দেবোনা।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১,২,৪,৫,৬,৭ ও ৯ নং ওয়ার্ড শাখার ৩য় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী এসব কথা বলেন।

ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৪টায় ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু পাঠাগার চত্বরে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথি মীর মোস্তাক আলী আরো বলেন, ২০০৮সালৈর ৫জানুয়ারী নির্বাচনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশ ও জাতির সাধারণ মানুষের উন্নয়ন করে চলেছেন।

দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্র চালু করেছেন। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজ এলাকা থেকে ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ফর্ম পূরন করতে পারছে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন জনগনের দোড় গোড়ায় পৌছে দিয়েছেন। মোবাইলে নেটওয়ার্কের মাধ্যমে ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে বিদেশে কথা বলা সহজ হয়েছে। অনলাইনের মাধ্যমে ঘরে বসে ব্যাংকের লেনদেন, বিদ্যুৎ বিল, পানির বিল পরিশোধ করা সম্ভব হয়েছে, এটাই ডিজিটাল বাংলাদেশ।পৃথিবী এখন হাতের মুঠোই।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা বাসীর উন্ণয়নে সাতক্ষীরারর উন্নয়নে সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, যুব উন্নয়ন কেন্দ্র, সাতক্ষীরা বাইপাস সড়ক, নাভারন টু মুন্সিগঞ্জ রেল স্থাপনসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম করে দিয়েছেন।

তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। জাতীয় নির্বাচন প্রতিহত করতে জামাত-বিএনপির সড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে হবে।

নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে এবং স্বাধীনতা বিরোধীদের সড়যন্ত্র প্রতিহত করতে স্বেচ্ছাসেবকলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের অতন্দ্র প্রহরীর মত প্রস্তুত থাকতে হবে।

ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাড. ফারুখ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, জেলা যুবলীগের সাবেক নেতামোতাহার হোসেন সাজু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অমেরন্দ নাথ ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শেখ নাজমুল হক রনি, এ্যাড সাইদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি জাহিদ হাসান, সহ সভাপতি আব্দুল খালেক, শাহাদাত হেসেন, শওকত হোসেন, হযরত আলী প্রমুখ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন শেষে ঝাউডাঙ্গা ইউনিয়নের ১,২,৪,৫,৬,৭ ও ৯ নং ওয়ার্ড শাখার কমিটি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন