ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নের লক্ষে কালিগঞ্জে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নেতৃত্বে একটি সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিব্যক্তিরা অংশগ্রহন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামাল।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি দিনে উন্নত দেশ গড়তে হলে তারণ্যের ভিতর জাগ্রত সৃষ্ঠি করতে হবে। শিক্ষার্থীদের ব্রেন ঠান্ডা ও সুস্থ্য রাখতে হবে। জ্ঞানের ভান্ডার সম্পর্কে জানতে পাঠ্য পুস্তাকের বাইরে বেশী বেশী বই পড়তে হবে। দেশের উন্নতির সব চেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আমাদের উচিৎ সকলে মিলে সেই যুদ্ধের সহযোগিতা কর। তরুণদের শপথ নিতে হবে আগামি দিনের উজ¦ল ভবিষ্যৎ গড়ার। বাংলাদেশ সম্পর্কে বেশী বেশী ধারণা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব গঠন করতে হবে। শুধু বই পড়ে পরিপুর্ণ মানুষ হওয়া যাবেনা। দেশের উন্নয়নে যেমন অগ্রগতি রয়েছে, তেমনি কিছু কাজে আমরা পিছিয়ে রয়েছি। তবে নারীর ক্ষতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। সকল ক্ষেত্রে সরকার সজাগ দৃষ্টি রাখছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের সকল উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছে। মেয়েদের চাকুরীর ক্ষেত্রে সরকারের বিশেষ খেয়াল রয়েছে। সমাজে ঘটে যাওয়া ইতিবাচক ও নৈতিবাচক দিক গুলো সমান ভাবে দৃষ্টি রাখতে হবে। লোক দেখানো কোন কিছু টিকে থাকেনা। ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা এক দিনে তৈরী হবে না। নিজেদের মনোবল বাড়াতে পারলে ভালকে ধরে রাখা সম্ভব। আমি কি করতে পারি সেটাকে নিয়ে ভাবতে হবে এবং অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের দূর্নীতি কমিয়ে আনা সম্ভব। এবিষয়ে সরকার যুবকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেছে। লেখাপড়া শেষে চাকুরীর বিকল্প ব্যবস্থা তৈরী করতে হবে। দুর্নীতি ও দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রবান্ধিক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষসহ শিক্ষার্থীবৃন্দ। পরে একই মঞ্চে সরকারি কলেজে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্য ফরম বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন