আগামীকাল (১৯ এপ্রিল) খুলনায় পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনালী টেস্ট (স্কুল ও কলেজ পর্যায়) অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকায় পরীক্ষা চলাকালীন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কতিপয় আদেশ জারী করেছেন।

১৯ এপ্রিল সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্য বহন এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত: কেএমপি এলকায় ৩২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ১৪টি কেন্দ্রে পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিকচার:News24tv





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন