বিভাগীয় কমিশনারের চেষ্টায় মাগুরায় টিনের বদলে ইটের দেয়াল পেয়েছেন “গুচ্ছগ্রামের” গৃহহীনরা।।

দ্বারা zime
০ মন্তব্য 378 দর্শন

 

সিটিজেন জার্নালিষ্ট (জিমি): ‘বর্তমান সরকারের অঙ্গীকার, সবার জন্য বাসস্থানের অধিকার’ এই লক্ষ্যকে সামনে রেখে অদ্য ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মাগুরা সদর উপজেলার মাধবপুরে ‘মাধবপুর রঙিন গুচ্ছগ্রাম” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ আলী আকবর।সূত্র জানায়,বুধবার সকালে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমি আছে ঘর নাই এমন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার স্বরুপ ঘরের চাবি তুলে দেন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন,” ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তরের অভিযাত্রায় মাধবপুর রঙিন গুচ্ছগ্রাম ‘পিঙ্ক ভিলেজ’ এর আদর্শ মডেল হিসেবে বিবেচিত হবে।” উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো:ফরিদ হোসেন, মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা পরে গৃহহীনদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। নতুন ঘর পেয়ে তারা উচ্ছ্বসিত হন এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে  খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো:লোকমান হোসেন মিয়ার নির্দেশনায় ও মাগুরার জেলা প্রশাসক জনাব মো:আলী আকবর এঁর আপ্রাণ প্রচেষ্টায়  রঙিন টিন, টিনের বদলে ইটের দেয়াল পেয়েছেন গৃহহীন মানুুুষ গুলো।এছাড়া প্রতিটি বাড়ীর দুটি রুম নিয়ে সংযুক্ত, বাথরুম, প্রতিটি বাড়ীর জন্য বন্ধু চুলা, মোট তিনটি ডিপ টিউবওয়েল, সোলার প্যানেল, তিনটি স্ট্রিট লাইট, মোট ছয় প্রজাতির গাছ সহ অন্যান্য আধুনিক সুবিধা গুলো গুচ্ছগ্রাম টিকে এনে দিয়েছে এক অসাধারণ রূপ।

এবিষয়ে খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো:লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খুলনার বিভাগীয় কমিশনার এর তত্ত্বাবধানে খুলনার বিভিন্ন উপজেলায় এ ধরনের গুচ্ছগ্রাম নির্মাণের কাজ অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন