ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 44 দর্শন

 

অপরাদ দমনে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুরিশের মার্চ/২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী সদর থানার ওসি মহিদুল ইসলামের হাতে এ সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশের সুত্র জানায়,মার্চ মাসে ভয়ংঙ্কর  মাদক এলএসডি উদ্ধার করায়, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সদর থানার ওসি মহিদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে পুরুস্কার অর্জন করেন।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ লক্ষ টাকার চেক সহ প্রতারক আটক করায় ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।এছাড়া ভালো কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে সাতক্ষীরা থানার এসআই সাইফুল ইসলাম ও ডিবির শ্রেষ্ঠ এসআই হিসাবে দেব কুমার দাস পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী র সভাপতিত্বে উক্ত অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,ইয়াছিন আলম চৌধুরী ওসি (ডিবি) তারেক ফয়সাল ইবনে আজিজ, টিআই(এ্যাডমিন) শ্যামল কুমার চৌধুরী  এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ অপরাধ পর্যালোচন সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন