আজ ২৬ জুন ২০২০ রোজ শুক্রবার খুলনা কালেক্টরেট মসজিদের আধুনিকায়ন ও দ্বিতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
জেলা প্রশাসন, খুলনা’র তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ আধুনিকায়ন ও নির্মাণ কাজের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন।
সামাজিক দুরুত্ব মেনে জুম’আ নামাজ আদায় করার পর এ উদ্বোধন করা হয়। নামাজ শেষে কমিশনার মহোদয় সকলকে মাস্ক পরা, বারবার হাত ধোয়া ও সামাজিক দুরুত্ব মেনে চলার আহবান জানান। পরে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তির চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া-মুনাজাত করা হয়।