খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ আটক – ৩

দ্বারা zime
০ মন্তব্য 137 দর্শন

 

খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ২৮/০৫/২০২০ তারিখ ১৮.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন যুগ্নিপাশা গ্রামস্থ যুগ্নিপাশা শেষ সীমানা ১ম স্পিড ব্রেকারের উপর থেকে আসামি ১। মোঃ জিহাদ শেখ (২৩), পিতা- টগর শেখ, মাতা-জেসমিন বেগম, সাং-রঘুনাথপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, বর্তমান সাং-গুয়াখোলা (নওয়াপাড়া), থানা-অভয়নগর, জেলা-যশোর, ২। বাদশা খাঁন ওরফে আব্দুল্লাহ (২৩), পিতা- মোসলেম খাঁ ওরফে মামুন, মাতা-মুক্তা বেগম, সাং- ধামালিয়া, ৩। মামুন গাজী (২৫), পিতা- মাহফুজ গাজী, মাতা- মাফুজা বেগম, সাং-কুমরাইল, উভয়থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৬০+৪০+৫০=১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও আসামিদের হেফাজত হতে ০১ টি কালো সবুজ রংয়ের ১৫০ সিসি HUNK মোটরসাইকেল উদ্ধার করে ২৮/০৫/ ২০২০ খ্রিঃ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

খুলনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় ধৃত  আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান আকটকৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন