খুলনা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তেরখাদা থানা এলাকা হতে ০১ (এক) কেজি ৯০০ (নয়শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে। এসময় মিঠুন সরকার ও রাজিব সরকার নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। খুলনা জেলা ডিবির সুত্র জানায়,

খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর নির্দেশনা মোতাবেক খুলনা জেলা গোয়েন্দা শাখার  ইনচার্জ  সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সংগীয় অফিসার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ০২/০৮/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল তেরখাদা থানাধীন পাতলা গ্রামস্থ পাতলা কাপালীপাড়াস্থ জনৈক মিঠুন সরকার (২৪) ও রাজিব সরকার (২৬) দ্বয়ের বসতবাড়ী হইতে এজাহারনামীয় পলাতক আসামি ১। মিঠুন সরকার (২৪), ২। রাজিব সরকার (২৬), উভয়পিতা-জিতেন সরকার, সাং- পাতলা কাপালীপাড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনাদ্বয়ের বসতঘরের শয়ন কক্ষের খাটের নিচ হইতে সিমেন্টের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে নীল পলিথিনে রক্ষিত ০১ (এক) কেজি ৯০০ (নয়শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ০৩/০৮/২০২০ তারিখ রাত্র ০০.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা ডিবির ওসি কনি মিয়া জানান,  এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই/রাজিউল আমিন বাদী হয়ে পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে তেরখাদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন