খুলনা রেঞ্জ ডিআইজি’র সাথে সাতক্ষীরার পুলিশ সুপারের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।সোমবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ:মহহিদ উদ্দিন (বার) এঁর কাছে গত ৫ জুন ২০২২ স্বাক্ষরিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
এসময় খুলনা, যশোর,বাগেরহাট, কুষ্টিয়া,নড়াইল,ঝিনাইদহ,কুষ্টিয়া,মাগুরা ও ,চুয়াডাঙ্গার পুলিশ সুপার গণ ও রেঞ্জ ডিআইজির সাথে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আনুষ্ঠানিক ভাবে রেঞ্জ ডিআইজির নিকট হস্তান্তর করেন।
সভার শুরুতে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সদ্য পদোন্নতি পাওয়া প্রবীর কুমার রায় পিপিএম(বার), পুলিশ সুপার, নড়াইল; মুনতাসিরুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, ঝিনাইদহ এবং মোছা: তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, খুলনাকে র্যাংক ব্যাজ(Rank Badge) পরিয়ে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।
সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ); মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ, পিবিআই’র পুলিশ সুপারবৃন্দ এবং সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।